ড্যাফোডিলের প্যাভিলিয়ন আইসিটি এক্সপোতে
ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা “বিসিএস আইসিটি এক্সপো ২০১৬” তে বিশাল পরিসরে অংশগ্রহণ করছে। তথ্যপ্রযুক্তি মেলার ক্রেতা, শিক্ষার্থী, তরুন-তরুনী ও দর্শনার্থীদের আগ্রহের এবং দেশীয় তথ্যপ্রযুক্তি শিক্ষা ও সেবার আকর্ষণের একমাত্র মেগা প্যাভিলিয়ন ড্যাফোডিল।
৬০০ বর্গফটের মেগা প্যাভিলিয়নে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স, জবসবিডি ডটকম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমী, বিএসডিআই, দীপ্তিসহ ড্যাফোডিলের অন্যান্য শাখাসমূহ।
প্যাভেলিয়নে থাকছে তথ্যপ্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ ও সেবা সম্পর্কে যাবতীয় তথ্য, বিভিন্ন ইভেন্টস যেমন মিনি ক্রিকেট, কুইজ, ফান ইভেন্টস, র্যাফেল ড্র এবং আরো অনেক কিছু। এসব ইভেন্টে অংশগ্রহণ করে পুরস্কার জেতার সুযোগও থাকছে ।