রাবিতে ‘জিআরই ওয়ার্কশপ’ ৬ মার্চ

ruবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষায় আরও আগ্রহী করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ‘জিআরই ওয়ার্কশপ’। রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব ও প্রজেক্ট হেডওয়ের যৌথ আয়জনের আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে এই কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে বিকেল ৩টা থেকে শুরু হবে এই কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন চলছে। রাজশাহীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা ৫০ টাকা দিয়ে এই কর্মশালায় নিবন্ধন করতে পারবেন।

 

কর্মশালায় ইভেন্টের রিসোর্স পার্টনার এবং কলাবরেটর হিসেবে থাকছে‘প্রজেক্ট হেডওয়ে’-রাজশাহী, আইটি পার্টনার‘টেক্সল্যাব’, নেটওয়ার্কিং পার্টনার‘বেন্ডিকার্ড’, মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনলাইন নিউজ পোর্টাল ‘লেখাপড়া২৪ডটকম’ ও‘রেডিও পদ্মা৯৯.২এফএম’।

 

রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন,‘বিদেশে উচ্চশিক্ষার জন্য নর্থ আমেরিকা সেরা জায়গা। নর্থ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ও স্কলারশীপ পেতে হলে ভালো ‘জিআরই’ স্কর থাকা বাধ্যতামূলক। এছাড়াও নর্থ আমেরিকার বাহিরে অন্যবিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশীপ পেতে ভালো জিআরই স্কর সাহায্য করে। এমনকি বাংলাদেশেও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর এসেসমেন্ট টেস্টে অনেকাংশে জিআরই থেকে প্রশ্ন হয়।’

 

Post MIddle

কর্মশালা সম্পর্কে তিনি বলেন, ‘জিআরই সম্পর্কে বিস্তারিত জানা, দেশে ও বাহিরের দেশে এর গুরুত্বসহ বিভিন্ন বিষয় কর্মশালায় আলোচনা করা হবে।’

 

টিকিট পেতে: বিশ্ববিদ্যালয় পরিবহণ মার্কেটের বর্ণিল কম্পিউটার্সে (৬ ও ৭ নম্বর দোকান) এই কর্মশালার টিকিট পাওয়া যাচ্ছে। অনলাইনের মাধ্যমে টিকেট নিতে www.tiny.cc/hsaa ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ এই নম্বরে (০১৭১৩২০০৫১৮) পাঠালে অথবাডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই নম্বরে (০১৭৫৮৯২৮৬২৮৭) ৫০ টাকা পাঠিয়ে একটি ট্রানজেকশন নাম্বার পাওয়া যাবে। ওই ট্রানজেকশন নম্বরটি এই নম্বরে (০১৭৫৮৯২৮৬২৮) পাঠালেই ২৪ ঘন্টার মধ্যে নিবন্ধন হয়ে যাবে।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট