অাধু‌নিক জা‌তি গঠনে শিক্ষকরা নিয়ামক শ‌ক্তি: শিক্ষামন্ত্রী

Nahid eduশিক্ষা ক্যাডা‌রের প্রায় দুইশ’ কর্মকর্তার অংশগ্রহ‌ণে শেষ হ‌লো চারমাস ব্যাপী ১৪৫তম বু‌নিয়া‌দি প্র‌শিক্ষণ কোর্স। এ প্র‌শিক্ষণ কো‌র্সে নারী ক্যাডা‌ররা মেধা ও সংখ্যায় এ‌গি‌য়ে র‌য়ে‌ছেন।

 

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একা‌ডে‌মি (না‌য়েম) মিলনায়ত‌নে সমাপনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে অংশগ্রহণকারী‌দের মা‌ঝে সনদ বিতরণ ক‌রেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ।

 

Post MIddle

শিক্ষামন্ত্রী ব‌লেন, নতুন প্রজন্ম‌কে অাধু‌নিক জ্ঞান দি‌য়ে অামরা বিশ্বমা‌নের অাধু‌নিক জা‌তি গঠন কর‌তে চাই। অার সে ক্ষে‌ত্রে শিক্ষকরাই নিয়ামক শ‌ক্তি। তারা জ্ঞা‌নের অা‌লো দি‌য়ে সমাজ‌কে অা‌লো‌কিত কর‌তে পা‌রেন। শিক্ষক‌দের সমাজ গঠ‌নের অন্যতম নিয়মক শ‌ক্তি উ‌ল্লেখ ক‌রে মন্ত্রী ব‌লেন, সরকার শিক্ষক‌দের জন্য যা যা প্রয়োজন ক‌রে যা‌বে। অ‌র্জিত জ্ঞান দি‌য়ে শিক্ষক‌দের তি‌নি শিক্ষা দেওয়ার অাহ্বান জানান।

 

শিক্ষা মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কমর্কর্তা মুহম্মদ সাইফুল্লাহ জানান, বি‌সিএস শিক্ষা ক্যাডা‌রের এসব কর্মকর্তা‌দের ১৯৫ জনের ম‌ধ্যে ১১৬ জনই নারী। মেধা তা‌লিকায় সেরা দ‌শের ম‌ধ্যে সাতজনই ছিলেন নারী। শিক্ষাস‌চিব সোহরাব হোসাইন, মাধ্য‌মিক ও উচ্চশিক্ষা অ‌ধিদফত‌রের মহাপ‌রিচালক ফা‌হিমা খাতুন, না‌য়ে‌মের মহাপ‌রিচালক হা‌মিদুল হক এবং কর্মকর্তারা অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট