বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন ৮ মার্চ অনুষ্ঠিত হবে। আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সোনালি দল’ আলাদা প্যানেলে এই নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম।
জানা যায়, ১১ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনের জন্য ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে সভাপতি পদের প্রার্থী হয়েছেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান।
এ ছাড়া এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে সার্জারি ও অবস্ট্রেট্রিক্স বিভাগের প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি, কোষাধ্যক্ষ পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এ কে এম মমিনুল ইসলাম এবং সদস্য পদে প্রফেসর ড. মো. হাসানুজ্জামান তালুকদার, প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস, প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন, ড. মো. হামিদুল ইসলাম ও ড. তানভীর রহমান।

অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালি দল’ প্যানেল থেকে সভাপতি পদের প্রার্থী হয়েছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. ইদ্রিস মিয়া এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন পশুবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবুল হাশেম।
এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে প্রফেসর ড. মাসুম আহমাদ, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে ড. মো. শহিদুল ইসলাম, এবং সদস্য পদে প্রফেসর ড. মো. রুহুল আমিন, প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মো. আবদুল আলীম, প্রফেসর ড. মো. সাইদুল হক, প্রফেসর ড. দীন ইসলাম ও প্রফেসর ড. সোনিয়া সেহেলী। এ নির্বাচনে ৫৫২ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের ব্যাপারে প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র জমার পর বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
লেখাপড়া২৪.কম/বাকৃবি/পিআর/এমএএ