বাংলাদেশের বিজয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল
এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠলো মাশরাফির দল। পাকিস্তানের ১২৯ রানের জবাবে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। এদিকে পাকিস্থানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জয়ের আনন্দে বিজয় মিছিল করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবারত রাত ১১টা ৩০ মিনিটে মিছিলটি ক্যাম্পাসের চুরুলিয়া মঞ্চ থেকে শুরু করে নজরুলের সেই ঐতিহাসিক বটতলায় এসে মিলিত হয় । মিছিলে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী এবং শিক্ষকগণ সহ অসংখ্যা সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পরনের শার্ট খুলে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ শ্লোগানে, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, হই হই রই রই পাকিস্থান গেল কই, কেউ বাটি,ঢাক,ঢোল সহ ইত্যাদি নানা ধরনের স্লোগানে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এর আগে ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার এই পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টাইগারদের।#
লেখাপড়া২৪.কম/আরএইচ