দুর্নীতি তদন্তে বেরোবিতে আসছেন ইউজিসি চেয়ারম্যান

BRUR & UGCরংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় করতে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।

 

সোমবার(২৯ ফেব্রুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ৫ ও ৬ মার্চ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করবেন।

 

দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা সম্পর্কে স্থায়ী কমিটিতে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে এই বিশেষ পরিদর্শন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

 

এদিকে বিশ্ববিদ্যালয়ে ইউজিসির চিঠিটি আসার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে চরম উত্তেজন কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ইউজিসি চেয়ারম্যানের পরিদর্শনের মাধ্যমে অভ্যন্তরীণ সকল সংকট কেটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন— একাধিক বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট