জাবি কলা ও মানবিকী অনুষদের প্রকল্প সেমিনার

JU VC Dr Farzana Islam addressing at the Seminarজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহায়তায় পরিচালিত এ প্রকল্প সেমিনার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নির্ণয়ে ভূমিকা পালন করে।

 

Post MIddle

এ জন্য মানসম্মত গবেষণা করা জরুরি। উপাচার্য গবেষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পৃথকভাবে অনুষ্ঠিত নয়টি অধিবেশনে কলা ও মানবিকী অনুষদের শিক্ষকগণ তাঁদের গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন। কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট