ইউল্যাবে জব অপরচুনিটি ইন আই টি বিষয়ক সেমিনার
ইউল্যাব এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গত ১লা মার্চ, ২০১৬ “প্রোফেসনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড জব অপরচুনিটিস ইন আই টি” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছিল। এই সেমিনার এর প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, পিপল অ্যান টেক এর প্রতিষ্ঠাতা এবং সি ই ও। পিপল অ্যান টেক এল এল সি একটি ইউ এস বেসড কনসালটিং ফার্ম যারা বিভিন্ন আই টি সেক্টরে প্রশিক্ষন প্রদান করে থাকে এবং ছাত্র ছাত্রীদের ইউ এস জব মার্কেটে প্রবেশ করতে সহায়তা করে।
ড. সাজ্জাদ হোসেন, সি এস ই বিভাগীয় প্রধান, পিপল অ্যান টেকের ডিরেক্টর জনাব লায়ন ইউসুফ খান, ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর ডঃ সিফাত মোমিন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র ছাত্রীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারের পর প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ইউল্যাব সি এস ই এবং পিপল অ্যান টেকের মধ্যে প্রশিক্ষণমূলক সমঝোতা স্মারক সাইন করেন।
লেখাপড়া২৪.কম/ইউল্যাব/পিআর/এমএএ