স্পেশাল নিডস এডুকেশন সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

ju vc distributing prizeজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা জাতির সম্পদ। তিনি স্পেশাল নিডস এডুকেশন সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। উপাচার্য বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাভাবিকভাবে জীবন যাপনের জন্য উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা-পরিচালনা করা খুবই ব্যয় বহুল বিষয়। এ কাজে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।

 

Post MIddle

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, স্পেশাল নিডস এডুকেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. হানিফ আলী, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার প্রমুখ।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট