ঢাবিতে গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র’র উদ্যোগে (২ মার্চ) বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘IS PHILOSOPHY REALLY A FORM OF POETRY’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। দর্শন বিভাগের অনারারী অধ্যাপক ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনারারী ফেলো ড. মাইকেল ম্যাকগী।

এতে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র’র পরিচালক অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ