ড্যাফোডিলে ম্যাপআপ ঢাকা ২০১৬ অনুষ্ঠিত
গুগল এডুকেটর গ্রুপ (জিইজি) ঢাকা সাউথ এর আয়োজনে গত ফেব্রুয়ারী ২৭, ২০১৬ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয় “ ম্যাপআপ ঢাকা ২০১৬”। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করেন। শিক্ষার্থীরা তাদের ভালো লাগা থেকে এখানে আসেন এবং তারা যে সকল স্থান গুলো চিনেন সে সকল স্থান গুলোকে গুগল ম্যাপ মেকার ব্যবহারের মাধ্যমে গুগল ম্যাপগুলো আরও উন্নত করেন।
ম্যাপআপ প্রোগ্রামটি মূলতঃ একটি পাড়া বা এলাকা ভিত্তিক অথবা গ্রামাঞ্চলের ম্যাপের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় যা প্রোগ্রামে অংশগ্রহনকারীদের গুগল ম্যাপ মেকার ব্যবহার সম্পর্কে জানতে পারা, অভিজ্ঞ মেপারদের সাথে একত্রে কাজ করা এবং গুগল টুলস্ সম্পর্কে সচেতনার বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিইজি ঢাকা সাউথ এর লিডার মোঃ নাদির বিন আলী, কো-লিডার শাহ আল মামুন, আমেনা হাসান এনা এবং গুগল মেপার বাংলাদেশ এর রিজিওনাল লিডার মাহাবুব হাসান মুন্না। তারা অংশগ্রহনকারীদের গুগল সম্পর্কে জানতে এবং কাজ করতে সহযোগিতা করেন।##
লেখাপড়া২৪.কম/এমএইচ