জাবি উপাচার্যের গৌরবময় দুই বছর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনের দুই বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ২০১৪ সালের এ দিনে তাঁরা স্ব স্ব পদে যোগদান করেন। উপাচার্য ও প্রো-উপাচার্য তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার জন্য সরকার, স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপাচার্য বলেন, সকলে একযোগে চলার মধ্যদিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ