কুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা
বুধবার (০২ মার্চ) বিকাল ৪ টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০১৬ এর দ্বিতীয় ম্যাচে অমর একুশে হল ও রশিদ হলের মধ্যকার খেলা গোলশুন্য ড্র হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৪ টায় খানজাহান আলী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল একে অপরের প্রতিদ্বন্দিতা করবে। এর আগে, ১ মার্চ আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। উদ্বোধনী খেলায় খানজাহান আলী হল ২-০ গোলে লালন শাহ হলকে পরাজিত করে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্র হলের মধ্যে অনুষ্ঠিতব্য আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০১৬ এর লীগ রাউন্ড শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দুইটি দলের মধ্যে ফাইনাল খেলা ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ