নজরুল বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের ২০১৫-১৬ এবং ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভাগের ২০১৩-১৪ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভবনের ৩য় তলার অডিটোরিয়াম কক্ষে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। ৪র্থ এবং ৫ম ব্যাচের শিক্ষার্থীদের সঞ্চালনায় এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শাহজাদা আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, এবং রেজিস্টার(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো: ফজলুল কাদের চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার মূখার্জী এবং প্রভাষক মো: নূরে আলম। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলীরা। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আবদুল্লাহ আল মামুন ও মিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী কাজল সরকার, ২য় ব্যাচ থেকে বক্তব্য রাখেন সোলাইমান কবির, ৩য় ব্যাচ থেকে বক্তব্য স্বাধীন, ৪র্থ ব্যাচ থেকে বক্তব্য রাখেন অনয়।নবীন শিক্ষার্থীদের বরনের পর অনুষ্ঠিত হয় বর্ণিল আয়োজনে সাজানো সাংস্কৃতিক সংগীত সন্ধ্যা এরপর আন্ত:বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়া লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের খেলোয়ারদের মধ্যে ক্রেস্ট তোলে দেন মাননীয় উপাচার্য ও সভাপতি।
লেখাপড়া২৪.কম/জাককানইবি/পিআর/এমএএ