কুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

1“খেলাধুলা মেধা বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাও চালিয়ে যেতে হবে।” (০১ মার্চ) মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এসব কথা বলেন। এসময় তিঁনি শিক্ষার্থীসহ প্রতিযোগিতা আয়োজনের সাথে সংশি­ষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং হলসমূহের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া এবং স্ব-স্ব হলের প্রভোষ্টগণ সংশ্লিষ্ট হলের পতাকা উত্তোলন করেন। এসময় বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, হলের প্রভোষ্ট ও সহকারী প্রভোষ্টবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে লালন শাহ হল ও খানজাহান আলী হল। খানজাহান আলী হল ২-০ গোলে লালন শাহ হলকে পরাজিত করে।

 

Post MIddle

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্র হলের মধ্যে অনুষ্ঠিতব্য আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০১৬ এর লীগ রাউন্ড শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দুইটি দলের মধ্যে ফাইনাল খেলা ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।

 

লেখাপড়া২৪.কম/নোবিপ্রবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট