হাবিপ্রবির র‍্যাগ ডে তে তারুণ্যের ঢল

1DSC01043হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ১১ তম ব্যাচের র‍্যাগ ডে অনুষ্ঠিত  হয়েছে আজ । সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  মোঃ রুহুল আমিন এ অনুষ্ঠান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার পর শুরু হয়  র‍্যালী ও রঙ উৎসব  ।

 

Post MIddle

র‍্যালীটি পুরো ক্যাম্পাস ঘুরে দিনাজপুর শহর হয়ে আমার ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় তারা একে অন্য রঙ দিয়ে এই দিন টাকে উৎযাপন করে ।  এই কর্ম সুচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত মঞ্চে কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

316784dc-b8d1-411a-a45c-2d7a718a8e61

পছন্দের আরো পোস্ট