বিএইউএসটিতে শুন্য আসনে ভর্তি
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) সৈয়দপুরে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ কোর্সে কিছু সংখ্যক শুন্য আসনে স্পট অ্যাডমিশন চলছে। বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করে অথবা ওয়েব সাইট www.baust.edu.bd থেকে ডাউনলোড করে বিএইউএসটির ই-মেইলে admission@baust.edu.bd আবেদন করা যাবে।
আগামী ৭ এপ্রিল নতুন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন এবং ১০ এপ্রিল ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।#
লেখাপড়া২৪.কম/আরএইচ