দীপ্তিতে পোস্টার ডিজাইন ও স্কেচ প্রতিযোগিতা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)তে দীপ্তি ক্রিয়েটেভ ইনভেন্সন টিম এর উদ্যোগে পোস্টার ডিজাইন ও স্কেচ প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রদর্শনী উদ্বোধন করেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফার সিনিয়র শিক্ষক উত্তম কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপ্তির নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস। প্রতিযোগিতায় শতাধিক ছবি স্থান পায়।
অতিথিগণ প্রদর্শনী ঘুরে দেখেন ও তাদের মূল্যবান মতামতের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান ঘোষনা ও পুরষ্কার বিতরণ করেন।