কৃষি সম্প্রসারণ সহায়তা প্রদানকারীদের কর্মশালা

BAEN-01বাংলাদেশের কৃষি সম্প্রসারণ ও পরামর্শ সহায়তা প্রদানকারীদের দক্ষতা ও চাহিদা নিরুপন বিষয়ক দুইদিন ব্যাপী জাতীয় কর্মশালা প্রশিকা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, মানিকগঞ্জ এর সম্মেলন কক্ষে  ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ নেটওয়ার্র্ক (বায়েন), এগ্রিকালচারাল এক্সটেনশন ইন সাউথ এশিয়া সংস্থার সহযোগিতায় কর্মশালার আয়োজন করে।

 

ড. রাশিদ সুলাইমান ভি., পরিচালক, সেন্টার ফর রিসার্স অন ইনোভেশন এন্ড সাইন্স (আইআরইএস), ভারত প্রশিক্ষক হিসাবে   কর্মশালাটি কৃষিবিদ মো. আফজাল হোসেন ভুঁইয়া, ব্যবস্থাপক, আইডিই বাংলাদেশ এবং নিমিষা মিতাল, ব্যবস্থাপক, আইআরইএস, ভারত  এর সহায়তায় পরিচালনা করেন।

 

Post MIddle

কৃষিবিদ হামিদুর রহমান, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সভাপতি, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ নেটওয়ার্র্ক (বায়েন), কৃষিবিদ মন্জুরুল হান্নান, পরিচালক (প্রশাসন), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মো. আলিমুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কর্মশালার প্রথম দিন কর্মশালার সমন্বয়ক অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, মহাসচিব, বায়েন এবং প্রশিক্ষণার্থীদের সাথে এক মত বিনিময় সভা ও নৈশ ভোজে অংশগ্রহন করেন ।

 

ড. মো. মঞ্জুরুল হক, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার, ডিএই ,মাসুমা ইউনুস, উৎপাদন অর্থনীতিবিদ, ডিএই, মো. জহিরুল ইসলাম, সিনিয়র কৃষিতত্ত্ববিদ, ব্র্যাক , আসিফ ইকবাল সাকি, সহকারী পরিচালক (বীজ মার্কেটিং), বিএডিসি, মানিকগঞ্জ,   ড. সুখদেব কুমার দাস, উপ-পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি মন্ত্রণালয়, অধ্যাপক কাজী আহসান হাবিব , মৎস্যসম্পদ বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বিআরডিবি,  মানিকগঞ্জ, ড. শরিফ উদ্দিন তালুকদার, উপ-পরিচালক, পিডিবিএফ, ঢাকা, কৃষিবিদ কাজী আফজাল হোসেন, পিএইচডি শিক্ষার্থী, কৃষি সম্প্রসারণ ইনফরেশন এবং সিস্টেম বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রতন কুমার মণ্ডল, উদ্যানতত্ত্ববিদ বিশেষজ্ঞ, ডিএই, মো.  শাহাদত হোসেন, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ড. মো. হুমায়ন কবির, পিএসও,  বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ,ফাতেমা নাসরিন জাহান, সিনিয়র প্রোগ্রাম অফিসার , সার্ক কৃষি তথ্য কেন্দ্র, ড. জাহাবির রিপন, পরিচালক ও প্রধান, মিডিয়া উইং, প্রশিকা, আব্দুল মালেক এসএসএও, মানিকগঞ্জ, সন্দীপন মজুমদার, উপজেলা মৎস্যসম্পদ কর্মকর্তা,ভাঙ্গা, ফরিদপুর, সুমন সরকার, জিকেটি, মানিকগঞ্জ , ড. মো.  গাজী গোলাম মর্তুজা, তুলা উন্নয়ন বোর্ড, তানভীর আবেদিন, এসিআই, মিজানুর রহমান, আইএফএমসি, ডিএই, ড. সৈয়দ রফিকুল আমিন, আইএফএমসি, ডিএই, মো. ইমদাদুল হক, উপজেলা কৃষি অফিসার, সাটুরিয়া, মানিকগঞ্জ, শেখ মামুর রশিদ, কৃষি সংবাদদাতা এবং ড. অশোক কুমার রায়, এসসিডিপি, ডিএই  দুইদিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

 

পছন্দের আরো পোস্ট