স্টামফোর্ডের ইংরেজি বিভাগে আন্তর্জাতিক সেমিনার

IMG_6013গত ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে ইংরেজি বিভাগের উদ্যেগে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল The Growth of Diasporas of English & Its Impact on English Education.

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ড. অনিন্দ্য সায়েম চৌধুরী এবং বাংলাদেশ-এর গণ বিশ্বদ্যিালয়ের প্রফেসর মনসুর মূসা।

 

Post MIddle

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ।

 

সেমিনারে বিভাগীয় প্রধান মেহজাবীন রহমান এই ধরনের একটি সেমিনার আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ##

 

লেখাপড়া্২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট