সাভারে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

11899977_144281195909935_1918356207038421251_nসড়ক দুর্ঘটনায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রশাসন বিভাগের ১৫ তম ব্যাচের( ৫ম সেমিস্টারের) মোঃ আফসার উদ্দিন (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । আহত শিক্ষার্থী রবিবার ভোর রাতে সাভারের সুপার ক্লিনিকে মারা যায় ।

 

প্রত্যক্ষদর্শী ও পরিবার সুত্রে জানা গেছে ,গত (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে সাভারের বিশমাইল নামক এলাকায় বিকেলে রাস্তার পাশ দিয়ে হেটে বাড়ীতে যাওয়ার সময় সামনে থেকে পাল্লা দিয়ে আসা ২ টি মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেল সামনে থেকে আফসার উদ্দিনকে ধাক্কা দেয় ।

 

Post MIddle

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করা হলে রবিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রশাসনের শিক্ষক,শিক্ষার্থীরা গভীরভাবে শোক প্রকাশ করেছে ।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট