ঢাবিতে তথ্য-প্রযুক্তি ও বাংলা ভাষা শীর্ষক জাতীয় সেমিনার
মহান একুশে উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ (২৯ ফেব্রুয়ারি ২০১৬) সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘তথ্য-প্রযুক্তি ও বাংলা ভাষা’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সেমিনার ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উদ্বোধনকালে বাংলা ভাষায় তথ্য-প্রযুক্তি ব্যবহারে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলা ভাষায় তথ্য-প্রযুক্তির অধিকতর সম্পৃক্ততা ও উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য, ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা নাসরীন, সহকারী অধ্যাপক নায়রা খান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র সহযোগী অধ্যাপক ড. খন্দকার তাবিন হাসান।