ঢাবিতে গোবিন্দ দেব দর্শন কেন্দ্রের সেমিনার ২ মার্চ
ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র’র উদ্যোগে আগামী ২ মার্চ ২০১৬ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অনারারী অধ্যাপক ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় অনুষ্ঠানে ‘IS PHILOSOPHY REALLY A FORM OF POETRYÕ ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন লিভারপুল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনারারী ফেলো ড. মাইকেল ম্যাকগী।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র’র পরিচালক অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ