গণবি শিক্ষার্থীর মৃত্যুতে শোকসভা

IMG_20160229_132636সড়ক দুর্ঘটনায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের মোঃ আফসার উদ্দিন(২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যর পর তার আত্নার মাগফেরাত কামনার জন্য সোমবার দুপুর ১.১৫ তে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করে রাজনীতি ও প্রশাসন বিভাগ। রাজনীতি প্রশাসন বিভাগের ১৫ তম ব্যাচের(৫ম সেমিস্টারের)ওই শিক্ষার্থী গত রবিবার সকালে সাভারের সুপার ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তলার এ ব্লকে আয়োজিত দোয়া ও শোকসভায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড.মাহমুদ শাহ কোরেশী, রাজনীতি প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ডঃ এম নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন এবং একই বিভাগের শিক্ষার্থী গণবি কেন্দ্রীয় ছাত্র-সংসদের ভিপি মোঃ শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নিহত আফসার উদ্দিনের আপন বোন খাদিজা আক্তার সহ চাচাত ভাই আলী মোহাম্মদ সুজন উপস্থিত ছিলেন।

 

সকলেই কালো-ব্যাচ ধারণ করে উক্ত সভায় যোগ দেন। ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ শহিদুল ইসলাম এর কোরআন তেলোয়াত এর মাধ্যমে সভা শুরু হয় । তারপর বিদেহী আত্নার উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন সবাই। এরপর নিহতের দুই সহপাঠী, শিক্ষক এবং আমন্ত্রিতরা বক্তব্য রাখেন । পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় শিক্ষক জনাব ফখরুল পাটোয়ারী । তারপর ভাষা যোগাযোগ ও সাহিত্য বিভাগের প্রভাষক মোঃ আবু রায়হান মোনাজাত পাঠ করান।

 

Post MIddle

নিহতের পিতা মোঃ রমিজ উদ্দিন এর নিবাস বোলিয়াপাড়া, নয়ারহাট, আশুলিয়া । আফসার উদ্দিন বাবা-মার একমাত্র পুত্র ছিলেন। ঘটনার পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে।

 

উল্লেখ্য,গত (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে সাভারের বিশমাইল নামক এলাকায় বিকেলে রাস্তার পাশ দিয়ে হেটে বাড়ীতে যাওয়ার সময় সামনে থেকে পাল্লা দিয়ে আসা ২ টি মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেল সামনে থেকে আফসার উদ্দিনকে ধাক্কা দেয় ।

 

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করা হলে রবিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট