বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের যাত্রা

BSMRSTU_bg_123870750উন্নত ক্যারিয়ার গঠন ও অনুশীলনের জন্য গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যারিয়ার ক্লাব হিসেবে যাত্রা শুরু করেছে ‘আই প্লাস ওয়ান ক্যারিয়ার ক্লাব’। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সভাপতি রবিউল ইসলাম এক বিবৃতিতে যাত্রা শুরুর বিষয়টি জানান।

 

ইংরেজি বিভাগের কেন্দ্রীয় সংগঠন ‘আই প্লাস ওয়ান ক্লাবের’ একটি অংশ হলো এই ক্লাব। শুরুতে এ ক্লাবের অন্তর্ভুক্ত সংগঠনগুলো কেবল ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জন্য খোলা হলেও এ বছর থেকে ইংরেজিসহ বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের জন্য কাজ করবে।

 

Post MIddle

ক্লাবের ক্লাস, চাকরির প্রস্তুতি পরীক্ষা, অনুপ্রেরণামূলক ক্লাস, বিসিএস, ব্যাংকে চাকরি, চাকরির অনুসন্ধান ও ক্যারিয়ারভিত্তিক সেমিনারের মাধ্যমে সদস্যদের সুবিধা দেওয়া হবে। সদস্য ফরম নেওয়ার সময়সীমা ২৭ ফ্রেব্রুয়ারি থেকে ০৩ মার্চ পর্যন্ত। ফরমের মূল্য ৫০ টাকা। ইংরেজি বিভাগের বিভাগীয় অফিস থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট