দক্ষীণ এশীয় ইউনিভার্সিটিজ যুবউৎসবে খুবির শিক্ষার্থী
ভারতের লক্ষ্মৌতে আয়োজিত নবম দক্ষীণ এশীয় ইউনিভার্সিটিজ যুবউৎসবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩জন শিক্ষার্থী যোগ দিয়েছে । আগামীকাল লক্ষ্মৌতে বাবাসাহেব অম্বেদকার বিশ্বিবিদ্যালয়ে এ উৎসব শেষ হবে । যোগদানকারী ৩ জন শিক্ষার্থী হলেনঃ সিএসই ডিসিপ্লিনের ৩য় বর্ষ ২য় টার্মের ছাত্র মোঃ মোস্তাফিজুর রহমান, ড্রয়িং এন্ড প্রিন্টিং ডিসিপ্লিনের ৩য় বর্ষ ২য় টার্মের ছাত্রী শাপলা সিংহ এবং স্থাপত্য ডিসিপ্লিনের ৩য় বর্ষ ২য় টার্মের ছাত্রী অনিন্দিতা উচ্ছ্বাস ।

দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এ উৎসবে অংগ্রহণকারীদের মধ্য খুলনা বিশ্ববিদ্যালয় অন্যতম ।
লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ