শেকৃবি সাহিত্য সংসদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

sauss news 1নানা আয়োজনের মধ্যে দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সাহিত্য সংসদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার কৃষি অনুষদের সেমিনার কক্ষে পালিত হয়েছে। ২০১৫ সালের এই দিনে প্রশাসনিক অনুমতি পায় শেকৃবি সাহিত্য সংসদ। মাত্র এক বছরের মধ্যে সকল মহলের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে সংগঠনটি।

 

শুক্রবার সন্ধ্যায় কবিতা আবৃত্তির মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রাণ রসায়ন বিভাগের প্রভাষক নিপা মোনালিসা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। এরপর গান, নাটিকা, কৌতুক, একক অভিনয়, নাচসহ বিভিন্ন আয়োজন উপভোগ করেন আগত দর্শকরা।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হযরত আলী, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুইটি আক্তার, আতিয়া ফেরদৌস আশা, ফরাজী নাঈম। এসময় “চাঁদের মায়া” নামে একটি ভাঁজপত্র প্রকাশিত হয়।

 

Post MIddle

অনুষ্ঠানে শেকৃবি সাহিত্য সংসদ কর্তৃক ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত “গল্প লেখা প্রতিযোগিতা-২০১৬” এর পুরষ্কার দেয়া হয়। এতে যৌথভাবে প্রথম হয়েছেন বশিরুল ইসলাম ও আরেফিন সবুজ, দ্বিতীয় হয়েছেন উচ্ছ্বাস পাল এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন তাসনীম নিশাত ও ইমামুল ইসলাম।

 

এ অনুষ্ঠানে “বৈশাখী সাহিত্য কুইজ-১৪২২” এর পুরষ্কারও দেয়া হয়। পুরষ্কারপ্রাপ্তরা হলেন সাগিরা খাতুন, তাওহীদ উম্মে গুলশান, অন্তরা সরকার, মো. শাহদাত হোসেন, রুপকুমার ও মো. ইফতেখারুল আরেফিন।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট