রাবি শিক্ষক মাফরুহা হোসেনের ইন্তেকালে শোক র‌্যালি

????????????????????????????????????

রাজশাহী বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাফরুহা হোসেন (৪৬) বুধবার রাতে ঢাকায় ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও এক কন্যা রেখে গেছেন।

 

Post MIddle

বৃহস্পতিবার জয়পুরহাটে নামাযে জানাযা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। ড. মাফরুহার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত শিক্ষা ও গবেষণায় মরহুমার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

ড. মাফরুহার মৃত্যুতে শনিবার সঙ্গীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে ও বিভাগের উদ্যোগে আয়োজিত এক শোক র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট