নর্দান র্ভাসিটির অ্যালামনাই এসোসিয়েশনের পূর্নমিলনী
২৭-০২-২০১৬ বিকাল ৩ ঘটিকায় র্ফামগেট কৃষিবিদ ইন্সিটিউট মিলনায়তনে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অ্যালামনাই এসোসিয়েশন এর পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি ব্যারিস্টার মুদাসিম বিল্লা ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপˉিহত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপˉিহত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশএর ভারপ্রাপ্ত উপার্চায প্রফেসর ড.এ.ডবিউ.এম আব্দুল হক, উপ-উপার্চায প্রফেসর ড. আনোয়ার“ল করিম ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা এনইউবি তথা দেশের সম্পদ, এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের কল্যাণ বয়ে আনবেন বলে আমরা আশা করি। অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অ্যালামনাই এসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল এস এম ফিরোজ আহমেদ সহ অ্যালামনাই এসোসিয়েশন এর নিবার্হী কমিটির সদস্য সহ সাধারন সদস্যরা ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্মৃতিচারন পর্বে অ্যালামনাই সদস্যগন আবেগ আপ্লুত হয়ে পড়ে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্নমিলনী অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।
লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ