ঢাবিতে মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারের ‘মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ’-এর ভর্তি পরীক্ষা শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কলাভবন পরীক্ষা হল পরিদর্শন করেন। তাঁর সঙ্গে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত ভর্তি পরীক্ষায় ৫০টি আসনের জন্য মোট ১৫২জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।#
লেখাপড়া২৪.কম/আরএইচ