জাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

JU VC addressing at the workshop dept of Philosophyজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ২৭-০২-২০১৬ থেকে দুই দিনব্যাপী সিলেবাস ও কোর্স ক্যারিকুলাম উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। সকাল দশটায় বিভাগীয় সেমিনার কক্ষে কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, সিলেবাস ও কোর্স ক্যারিকুলাম উন্নয়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যোগ্য মানবসম্পদে পরিণত করা যায়।

 

উপাচার্য আশা প্রকাশ করেন, দর্শন বিভাগের এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের ব্যক্তিগত দক্ষতাও বৃদ্ধি পাবে। বিভাগীয় সভাপতি অধ্যাপক তারেক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরিফ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. নরম্যান ক্যানেথ, যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাইকেল ম্যাগি। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় সিলেবাস ও কোর্স ক্যারিকুলাম উন্নয়নের এ প্রকল্প এগিয়ে চলছে।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট