মাছখোলা ও জুবলী স্কুল শিক্ষার্থীদের হাতে বন্ধুদের উপহার
বড় বন্ধুদের উপহার এবার পেল সাতক্ষীরা শহরের সিলভার জুবলী মডেল প্রাথমিক বিদ্যালয় ও মাছখোলা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ছোট্ট বন্ধুরা। বুধবার বিদ্যালয় দুটিতে গিয়ে তারা ছোট্ট বন্ধুদের হাতে উপহার হিসেবে তিনটি করে খাতা ও দুটি করে কলম তুলে দেয়।
এ সময় তারা ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোমাদের কাছে আমাদের প্রত্যাশা তোমরা বড় হয়ে দেশের জন্য কাজ করবে। ছোট্ট বন্ধুরা প্রতিউত্তরে বলে, আমরা ভালভাবে লেখাপড়া করবো। দেশের জন্য কাজ করবো।
বড়বন্ধুদের এই দলে বুধবার মাছখোলা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিল- সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী বাহলুল করিম, নাহিদ হাসান, শামসুন্নাহার মুন্নী, মফিজুল ইসলাম, ফজলুল হক ও জিএম সুজন, অসীম রায়, নুরুল হুদা, মো. আব্দুল্লাহ ও মো. আসাদুজ্জামান। #
লেখাপড়া২৪.কম/আরএইচ