জবি সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

Untitled-1জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়য়ের সাংবাদিক সমিতির অফিস কক্ষে (অবকাশ ভবন, জবি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ সোহাইল মিয়া সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নিউ নেশন পত্রিকার প্রতিনিধি হাসান মাহমুদ নির্বাচিত হয়েছেন।

 

Post MIddle

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মো‏হাম্মাদ এবং নির্বাচন কমিশনার হিসেবে সহকারী প্রক্টর কাজী মোঃ নাসিরউদ্দীন ও মোস্তফা কামাল দায়িত্ব পালন করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার সবার সম্মুখে ফলাফল প্রকাশ করেন। এসময় নব-নির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

লেখাপড়া২৪.কম/জবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট