কুয়েটের এম এ রশীদ হলে প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ড. এম এ রশীদ হলে বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ড. এম এ রশীদ হলের আয়োজনে অনুষ্ঠানটি ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধা ৭ঃ৩০ টায় হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ড. এম এ রশীদ হলের প্রভোষ্ট ড. পিন্টু চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সহধর্মিনী মেহেরুন্নেসা লতা, পুরকৌশল অনুষদ এর ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, রোকেয়া হলের প্রভোষ্ট সুহেলী সায়লা আহমদ, সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) মোঃ উসমান গনি নাঈম, ড. এম এ রশীদ হলের সহকারী প্রভোস্ট মোঃ শামসুল আরেফিন প্রমূখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ড. এম এ রশীদ হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#
লেখাপড়া২৪.কম/আরএইচ