নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ

image (4)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে প্রভাষক বনাম সহকারী অধ্যাপক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সহকারী অধ্যাপক দল খেলায় ৫৫ রানে জয়লাভ করেন।

 

বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে প্রভাষক বনাম সহকারী অধ্যাপক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান।

 

image (1)সহকারী অধ্যাপক দল খেলায় টচে জিতে প্রথমে ব্যাট করতে নামে ১৬ ওভারে ১২৯ রানের টার্গেট দেয়। প্রভাষক দল ১৩ ওভারে ৭৪ রান করেই অল-আউট হয়ে যায়। সহকারী অধ্যাপক দল খেলায় ৫৫ রানে জয়লাভ করেন। খেলায় সহকারী অধ্যাপক দলের রেজুয়ান আহমেদ (শুভ্র) ২৭ বলে ৬০রান করে ম্যান অব-দ্যা ম্যাচ অর্জন করেন।

 

Post MIddle

সহকারী অধ্যাপক দলের খেলোয়ার হিসেবে ছিলেন যারাঃ সোহেল রানা –(ক্যাপ্টেন),মোঃ আশরাফুল আলম, প্রণব কুমার মন্ডল, বখতিয়ার উদ্দিন, কামাল উদ্দিন, রেজুয়ান আহমেদ (শুভ্র), শফিকুল ইসলাম, লিটন কুমার বিশ^াস, মাসুদ চৌধুরী, মিজানুর রহমান।

 

প্রভাষক দলের খেলোয়াড় হিসেবে ছিলেন যারাঃ রফিকুল আমিন-(ক্যাপ্টেন), সাখাওয়াত জামিল, আলভী রিয়াসাত, কাজী শহিদুজ্জামান, আজিজুর রহমান, মাঈনুদ্দিন, হাবিবুর রহমান, আরজু, জুয়েল, নূরে আলম।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট