সিভাসুতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে The Essential Electronic Agricultural Library (TEEAL) বিষয়ে দুইদিনের এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকাল ৯ টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠেয় উক্ত কর্মশালায় শিক্ষক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন TEEAL এর দক্ষিণ এশিয়া কো-অর্ডিনেটর চন্দ্রশেখর ভিটাল (Chandrashekar Vithal), সিনিয়র কনসালটেন্ট নাদিম গেইয়াড (Nadeem Gaikwad)।
TEEAL-The Essential Electronic Agricultural Library মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির একটি অলাভজনক অনলাইন ডাটাবেইজ। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানের সাথে অনলাইন এক্সেস সুবিধা পাওয়ার লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের চুক্তি সম্পাদিত হয়। কর্মশালায় TEEAL, AGORA, Mendeley-এর কার্যকর ব্যবহার কীভাবে করা যায় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সোমেন দেওয়ান, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহসানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীয়ান মো. হাবিবুর রহমান।#
লেখাপড়া২৪.কম/আরএইচ