ক্যান্সারে আক্রান্ত আফতাবের সাহায্যে এগিয়ে আসুন
এস এম আফতাব উদ্দিন (৩৫ বৎসর) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সাবেক কৃতি ছাত্র এবং বর্তমানে ইউনাইটেড গ্রুপ-ঢাকায় কর্মরত। গত ৫ ফেব্রুয়ারি তার ব্লাড ক্যান্সার ধরা পরায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে দ্রুতগতিতে ভারতের বেঙ্গালরস্থ সিএমসি হাসপাতালে গত ১২ ফেব্রুয়ারি স্থানান্তর করা হয়েছে।
বিশেষজ্ঞ ডাক্তারগন ভারতে অবস্থান করে দীর্ঘমেয়াদী চিকিৎসা নেবার পরামর্শ প্রদান করেছেন। এ বাবদ প্রাথমিক পর্যায়ে প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। এত বিশাল অংকের অর্থ তার পরিবারের পক্ষ থেকে নির্বাহ করা সম্ভব নয়। এমতাবস্থায়, একমাত্র শিশু সন্তান নিয়ে তার স্ত্রী অসহায় হয়ে পড়েছেন। তাই সমাজের বিত্তবান, সহৃদয়বান ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে আফতাবের পক্ষ থেকে। সবার সহযোগিতা আফতাবের পরিবারের সবার মুখে আবার হাসি ফুটে তুলতে পারবে।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ S.M. AFTAB UDDIN, A/C-122-151-9335, DUTCH BANGLA BANK LTD. DEPZ BRANCE, DHAKA. যোগাযোগের নম্বরঃ +919051603271 (ভারত), 01714-812811 (বাংলাদেশ)।
Fb link: https://web.facebook.com/profile.php?id=1842145984&fref=ts