ইউজিসি প্রতিনিধি দলের ভারত গমন
National University of Educational Planning and Administration (NUEPA), New Delhi and the British Council of India কর্তৃক ২৫-২৬ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত আয়োজিত International Seminar on Teaching-Learning and New Technologies in Higher Education শীর্ষক সেমিনারে অংশগ্রণের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল ভারতের উদ্দেশ্যে বুধবার (২৪.০২.২০১৬ তারিখ) ঢাকা ত্যাগ করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম ও প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি। উক্ত সেমিনারে বিভিন্ন দেশের শতাধিক শিক্ষক ও নীতিরির্ধারক অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলটি আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।
লেখাপড়া২৪.কম/এমএইচ