ভারতের ইয়ুথ ফেস্টিভালে ড্যাফোডিলের দুই শিক্ষার্থী

Nafiza Rahman MoU ( Right) and Shuvo Ghosh ( Left) in the pictureআগামী ২৫-২৯ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশের লাক্ষ্নৌতে অবস্থিত বাবাসাহেব ভিমরাও আমবেদকার ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় ৯ম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইউথ ফেস্টিভাল-২০১৬ তে যোগ দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী নাফিজা রহমান মৌ (ইংরেজী বিভাগ) এবং শুভ ঘোষ (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ) মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভারত গমন করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক (আইসিসি) ড. মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ থেকে ২৯ সদসস্যের প্রতিনিধি দল এ উৎসবে যোগ দিচ্ছে।

 

Post MIddle

দক্ষিণ এশিয়ার দেশ সমূহের মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ২০০৬ সাল থেকে এ ফেস্টিভালের আয়োজন করে আসছে। এবারের উৎসবে ভারত পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা, মরিসাস ও আফগানিস্তানসহ ১০ টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।#

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট