ইউল্যাবে রোড টু সফ্টওয়ার ইন্ডাস্ট্রি বিষয়ক সেমিনার

image001ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কেরিয়ার সার্ভিসেস অফিস এবং সফ্টওয়ার কোম্পানি ন্যাসেনিয়া লিমিটেড গত ১৭ ফেব্রুয়ারী, ২০১৬ “রোড টু সফ্টওয়ার ইন্ডাষ্ট্রী” এর উপরে সেমিনারের আয়োজন করেছিলো।

 

Post MIddle

ইউল্যাবের স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছাত্রীদেরকে সফ্টওয়ারকেন্দ্রিক কেরিয়ারে উৎসাহিত করতে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের সূচনা করেন কেরিয়ার সার্ভিসেস অফিসের ডিরেক্টর জনাব হাফিজ আল আহাদ। সি এস ই ডিপার্টমেন্টের প্রধান ডঃ সাজ্জাদ হোসেন উপস্থিত ছাত্র ছাত্রীদেরকে আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ন্যাসেনিয়া লিমিটেড এর কাজের পরিধি এবং সফ্টওয়ার শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বক্তব্য প্রদান করেন। এই সেমিনারে ন্যাসেনিয়া লিমিটেড এর সি ই ও জনাব শেখ শায়ের হাসান, সি টি ও জনাব এম ডি ফাত্তাহুল আলম এবং সিনিয়র সফ্টওয়ার ইঞ্জিনিয়ার জনাব ফিরোজ বেপারি সফ্টওয়ার শিল্পের বর্তমান ট্রেন্ড এবং ভবিষ্যৎ নিয়ে ছাত্র ছাত্রীদেরকে অবগত করেন। সি এস ই ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উপস্থিতিতে ইউ ল্যাবের সি এস ই এবং ই টি ই ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট