মধুচন্দ্রিমা
-তাপস বি শ্বা স
চাঁদের রূপালি পরাজিত
তাই জোছনা পেয়েছে লাজ তোমার হাসিতে
ভরে গেছে ঘর মধুচন্দ্রিমা আজ,
বিশ বসন্ত পার করে তুমি এসেছো আমার ঘরে
পঁচিশ ফাগুন জমেছে আগুন বিরহে আছি গো মরে,
সঞ্জীবনীতে জীবন বাঁচাতে কাছে টেনে নাও তুমি
বিষ তুলে নিতে সুধা ঢেলে দিতে ঠোঁট দু’টি যাও চুমি।
খুঁজে খুঁজে হায় হয়রান হয়ে পেয়েছি আমার ফুল
আগেতো এলেনা কাছেতো নিলেনা,
কী ছিল আমার ভুল?
তুমি ছিলে দূরে বেদনার সুরে বাজিয়ে গিয়েছি বাঁশি
বুকেতে ছিল যে শুধু হাহাকার মুখেতে ছিলোনা হাসি,
কেটে গেছে দিন কেটে গেছে রাত অন্তর জ্বালা নিয়ে
কাছে এলে যদি নিয়ে প্রেম নদী দহন থামাও প্রিয়ে।
সব ব্যথা ভুলে আজ ফুলে ফুলে সাজিয়ে রেখেছি ঘর
সুখের প্লাবনে ডুবে যাবে সব বেদনার বালুচর,
রেখে দাও লাজ পরনের সাজ যাক ভেসে যাক স্রোতে
আমরা দু’জন কপোত-কপোতী থামবোনা অল্পতে,
শিল্পকলার সব কারুকাজ চর্চিত হবে তাই
খোলস ছাড়াই শুদ্ধ তোমাকে বক্ষে আমার চাই।
ভালোবাসা দেবো ভালোবাসা নেবো কিছু নেই হারাবার
যা কিছু গোপন হবে যে আপন দেহ-মন একাকার,
অতল সাগরে কাটবো সাঁতার মিলনের অনুরাগে
তৃপ্তির ফুল ফুটবেই শেষে প্রেমের কুসুমবাগে,
তুমি আর আমি পাশাপাশি রবো যুগলবন্দী হয়ে
দু:খ, বেদনা, হতাশা, নিরাশা আসবেনা কাছে ভয়ে।
লেখাপড়া২৪.কম/তাপস বিশ্বাস/এমএএ