জাবিতে ‘প্রতিবেশিকে জানুন’ সম্মেলনের ২য় দিন

????????????????????????????????????

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও গণবিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘প্রতিবেশিকে জানুন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সম্মেলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহবায়ক অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান ও সম্মেলনের গণবিশ্ববিদ্যালয়ের আহবায়ক অধ্যাপক মনসুর মুসা। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন সম্মেলনের সদস্য সচিব ড. আবুল আজাদ।

 

Post MIddle

সম্মেলন তিনটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে পশ্চিমবঙ্গের ড. সব্যসাচী চ্যাটার্জি ‘বাংলা ভাষায় বিজ্ঞানের বই: কাদের জন্য? কিসের জন্য? একটি ঐতিহাসিক পর্যালোচনা’, অরুণাচল প্রদেশের অধ্যাপক ড. জে.সি সনি Cultural Context of Indigenous Education Among Adi Tribe of Arunachal Pradesh' উড়িষ্যার মিসেস সঙ্গীতা পাটনায়েকUse of Mother Tongue in promoting Elementary Education: A case Study of Sikshasandhan,’  বাংলাদেশের ড. হাফিজ উদ্দিন আহমেদ `Medical Education in Bengai Medium, বাংলাদেশের মোহাম্মদ মামুন অর রশীদ ‘শব্দ সৃষ্টির ভাষা-বৈজ্ঞানিক বিশ্লেষণ: চলতি শব্দের অভিধান’, দ্বিতীয় সেশনে বাংলাদেশের অধ্যাপক ড. আরিফা সুলতানা ‘বাঙালি নারীর আত্মপ্রকাশের কাল নির্ণয়’, ত্রিপুরার মিসেস সুবাস চন্দ্র দাস ‘ত্রিপুরার নারীদের ক্ষমতায়ন এবং অগ্রগতি’, বাংলাদেশের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান ‘বাংলা-ভারতের রাজনীতিতে নিম্নবর্গীয় নারী’, মেঘালয়ের অধ্যাপক মুনমুন মজুমদার ‘Reflections on Gender Issues in Contemporary khasi Society, উড়িষ্যার ড. শর্মিলা চতারী ‘ÔOdisha Gender Identity: Appropriations of patriarchal Values  তৃতীয় সেশনে আসামের ড. অনিন্দ্য শ্যাম চৌধুরী  The Politics of Indigeneity and Territory in India’s Northeast: A Critical Socio-politico Historical Perspective এবং পশ্চিমবঙ্গের অধ্যাপক সুমিত মুখ্যার্জি Subas Chandra Bose and Naga Hill Men of North India শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

 

সম্মেলনে গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের সমন্বয়কারী ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন এবং দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামীকাল তৃতীয় দিন সম্মেলনের সমাপনী অধিবেশন গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট