কুবিতে ভাষা দিবসের আলোচনা সভা
‘ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। কেননা বাঙালির মুক্তির বার্তা লুকায়িত ছিল ৫২’র ভাষা আন্দোলনের মধ্যেই। বাঙালি জাতি ভাষা শহিদদের কোনদিন ভুলবেনা। বাংলার এসব সূর্য সন্তানের জীবনের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা পেয়েছি, সেই ভাষা রক্ষা করা আমাদের গুরু দ্বায়িত্ব।’
মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এখন কিছু নাটক তৈরি হচ্ছে যে গুলোতে বাংলা ভাষাকে বিকৃত করে উচ্চারণ করা হচ্ছে। তরুণ সমাজকে এসব বিকৃত উচ্চারণ থেকে দূরে থাকতে হবে এবং ভাষার ইতিহাস সম্পর্কে সম্মক ধারণা রাখতে হবে।’
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার, কলা ও মানবিক অনুষদের ডিন এম এম শরিফুল করিম, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবু তাহের, বাংলা বিভাগের প্রভাষক কামরুন নাহার শিলা, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ জিয়া উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ মইনুল হাসান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. মুহম্মদ আহসান উল্ল্যাহ।##
লেখাপড়া২৪.কম/এমএইচ