স্টেটে আটআনা ম্যাগাজিনের মোড়ক উম্মোচন

2স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আট আনা ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়েছে।  মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১.৩০ মিনিটে রাজধানীর কলাবাগানস্থ বিজয় ক্যাম্পাসে কেক কেটে ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন জেসিএমএস বিভাগের উপদেষ্টা প্রফেসর রোবায়েত ফেরদৌস ও অ্যাসিসটেন্ট প্রফেসর সজীব সরকার।

 

এ সময় প্রফেসর রোবায়েত ফেরদৌস বলেন, ভাষা আন্দোলনের মাসে এমন একটি উদ্যোগ অনেক বড়। সুশিক্ষিত জাতি গঠনে আমাদের সবাইকে বেশি বেশি বই পড়তে হবে। তিনি ম্যাগাজিনের সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানান।

 

Post MIddle

ম্যাগাজিন নিয়ে অ্যাসিসটেন্ট প্রফেসর সজীব সরকার বলেন, ম্যাগাজিনটির নাম ‘আটআনা’- হলেও নবীন শিক্ষার্থীরা তাদের কাজ ষোলআনাই করেছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় সবাইকে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।

 

এ সময় জেসিএমএস বিভাগের সিনিরর লেকচারার আফরোজা সোমা, লেকচারার মেহনাজ হক রকি, প্রথমআলো পত্রিকার সিনিয়র সাব-এডিটর ফিরোজ চৌধুরীসহ বিভাগটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট