চবিতে রোভার স্কাউট প্রতিষ্ঠাতার জন্ম বার্ষিকী পালন

12189269_878788588885588_3796171021564865379_oচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোভার স্কাউট প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল-এর ১৫৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়।

 

সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করে চবি রোভার স্কাউট ডোন শাখা। বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী চলে অনুষ্ঠান। এ সকল প্রতিযোগিতায় চবি রোভার সদস্যরা অংশ গ্রহন করে । পাইওনিয়ারিং , কিমস গেইম, কোড এন্ড সাইফার, ফান গেইম ছিল উল্লেখযোগ্য।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রোভার স্কাউট গ্রুপ কমিটির সভাপতি মো. মোয়াজ্জম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রোভার স্কাউট গ্রুপ কমিটির সাবেক সিনিয়র মেট মো. ইমাম হোসেন।

 

Post MIddle

IMG_20160222_170256অনুষ্ঠানে আবুসায়েম মাসুম-এর সঞ্চালণায় সভাপতিত্ব করেন চবি রোভার স্কাউট গ্রুপ কমিটির সম্পাদক মো.হাবিবুর রহমান জালাল।

 

তিনি তার বক্তব্য বলেন, যার জন্য রোভার স্কাউট প্রতিষ্ঠা পায় তার জন্ম দিন পালন করতে গিয়ে বারবার কথা মনে পড়ছে। তার অবদানে আজ রোভার স্কাউট এত দূর পযর্šÍ আসতে পেরেছে। বিভিন্ন্ সামাজিক কাজসহ স্বেচ্ছামূলক কাজে রোভার স্কাউট অন্যন্য অবদান রাখছে।

 

পরে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাইওনিয়ারিং এ প্রথম হয়েছে সুলতান, কিমস গেইমস এ প্রথম হয়েছে ফাহিম।#

 

লেখাপড়া২৪.কম/চবি/আরএইচ

পছন্দের আরো পোস্ট