নানা আয়োজনে শেকৃবিতে শহীদ দিবস পালিত

12527692_1091975140847349_1102640718_nরাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা। এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, শিক্ষকদের অঙ্গ সংগঠন, শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্বপ্নসিঁড়ি, শেকৃবি ডিবেটিং সোসাইটি, শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি, শেকৃবি সাহিত্য সংসদ, মানবকন্ঠ সেতুবন্ধন, শেকৃবি সাংবাদিক সমিতি ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠন বিভিন্ন ধরণের প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে।

 

ভাষা আন্দোলনের দুর্লভ ৪০টি ছবি প্রদর্শনীর আয়োজন করে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি। বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা। সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিকেল ৪টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়।

 

Post MIddle

SAUPS2শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব আয়োজন করে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করেন মাহফুজুর রহমান। এ প্রতিযোগিতায় মোট দশ জনকে পুরস্কৃত করা হয়। ‘গণমাধ্যম নয়, বাংলা ভাষা বিকৃতির জন্য আমরাই দায়ী’ শীর্ষক বিতর্কের আয়োজন করে শেকৃবি ডিবেটিং সোসাইটি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন কাকলি মহন্ত।

 

এছাড়া স্বপ্নসিঁড়ি’র আয়োজনে ভাষা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নুসরাত জাহান দিবা। এ প্রতিযোগিতায় দশ জনকে পুরস্কৃত করা হয়।

 

সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ডঃ মোঃ সেকেন্দার আলী ও অধ্যাপক ডঃ মোঃ রফিকুল ইসলাম। #

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট