আইসিটি প্রশিক্ষণে জবসবিডির বৃত্তি
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বল্প মেয়াদী কর্মমূখী আইসিটি শিক্ষা একজন মানুষকে গড়ে তুলতে পারে আত্ননির্ভরশীল। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের বৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান জব্সবিডি ডট কম এবং ড্যাফোডিল ফাউন্ডেশন আইসিটি র্শিক্ষা প্রসারে ৫ম বারের মত বিশেষ বৃত্তি ঘোষণা করেছে। যা বেকার যুবক/যুব মহিলাদেরকে দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী এবং দক্ষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। এই বৃত্তি প্রকল্পের আওতায় মোট ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মোট খরচের সর্বোচ্চ ৭০% পর্যন্ত বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন।

স্বল্প ও দীর্ঘ মেয়াদী কোর্স সমূহ হচ্ছে: সিসিএনএ, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, অ্যাডভান্স মাইক্রোসফ্ট এক্সেল ,অনলাইন আউটসোর্সিং,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিনাক্স, কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব প্লিকেশন এবং মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ৬ ই মার্চ এবং ১০ ই মার্চ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। অনলাইনে আবেদন ও বিস্তারিত জানতে http://scholarship.jobsbd.com/ ভিজিট করুন ও ফোন: ০১৯৯১১৯৫৫৪০, ০১৭১৩৪৯৩১৫৯।
লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ