কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গবিসাস’ এর পুষ্পস্তবক অর্পণ

 

1496736_575229499290048_6426324270215999885_n
সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(গবিসাস) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শনিবার বেলা ১২টায় পুষ্পস্তবক অর্পণ করেছে।

 

Post MIddle

গবিসাসের সভাপতি মাসুদ আজীম ও সহ-সভাপতি এস এম আহমেদ মনি এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে এ বিনম্র শ্রদ্ধা জ্ঞ্যাপন করে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

 

এসময় গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ উপস্থিত ছিলেন ।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট