ভাষা সৈনিক

Sayeedভাষা সৈনিক

সাহাদাত সাঈদ

Post MIddle

উর্দু হবে রাষ্ট্র ভাষা
বলল জিন্নাহ মিয়া
এই কথাটা পড়ল তখন
বঙ্গ কর্ণে গিয়া

শ্রবণ শেষে বলল তারা
নেভার নেভার,
কে আছে মায়ের ভাষা
কাইড়া নেবার?

বুকের তাজা রক্ত থাকতে
দেব না মা’র বুলি,
প্রয়োজনে জানটা দেব
যত লাগুক গুলি।

ভাষার জন্য মিছিল মিটিং
করে তারা দৈনিক,
বুলেটের সামনে বুক পেতে
হয়েছে ভাষা সৈনিক।

লেখাপড়া২৪.কম/সাঈদ/এমএএ

পছন্দের আরো পোস্ট