তালতলীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দারের সভাপতিত্বে সকাল সাড়ে ৮টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এবং বিকেলে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পিডি ও তালতলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম কামরুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ কামরুল আহসান, তালতলী পেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিব, প্রাণি সম্পদ কর্মকর্তা মিঃ সঞ্জয় কুমার, প্রধান শিক্ষক নিখিল রঞ্জন ম. কর্মকার, জালাল আহমেদ, ইউনুচ আলী হাওলাদার, আঃ মজিদ জোমাদ্দার, মোঃ মোবারক হোসেন, মোঃ শহিদুল ইসলাম, অবণি চন্দ্র শীল ও বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, শিল্পকলা পরিষদের সদস্য জুয়েল। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ